বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
ক্রীড়ানারী ও শিশুসদর

‘জেএফএ কাপ’ খেলতে রাজশাহী যাবে না.গঞ্জ জেলা প্রমিলা ফুটবল দল

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ অনুর্ধ-১৪ প্রমিলা ফুটবলের চুড়ান্ত পর্বে উন্নীত নারায়ণগঞ্জ জেলা প্রমিলা ফুটবল দলটি রোবরা (২ জুন) খেলতে যাবে রাজশাহীতে। সেখানে তারা রাঙ্গামাটি, রাজশাহী ও জামালপুরের সাথে লীগ পর্যায়ের খেলায় অংশ নিবে।

এ উপলক্ষে শনিবার (১ জুন) জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়। জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ রবিউল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কার্যনিবার্হী সদস্য মাহমুদ হোসেন সুজন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির।

এর আগে দলটি আঞ্চলিক পর্বে মাদারীপুরের ভেন্যুতে খেলে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছিল। দলটি রাজশাহীতে ৩,৫ ও ৭ জুন খেলায় অংশ নিবে।

RSS
Follow by Email