সোমবার, জুলাই ১৪, ২০২৫
Led03রাজনীতি

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনে না.গঞ্জে আগামীকাল আসছেন উপদেষ্টারা

লাইভ নারায়ণগঞ্জ: সারাদেশে জনতার অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে নারায়ণগঞ্জে নির্মান করা হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। আগামীকাল এ স্মৃতিস্তম্ভ উদ্বোধনে নারায়ণগঞ্জে আসছেন উপদেষ্টারা। রবিবার (১৩ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলামের স্বাক্ষিরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায উল্লেখ করা হয়, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ২০২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর আওতায় আগামী ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ বেলা ৩:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম “জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ” উদ্বোধন করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন।’

RSS
Follow by Email