বুধবার, জুলাই ১৬, ২০২৫
Led05রাজনীতি

জুলাই শহীদ রাজু ও সুমাইয়ার পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা দিলেন জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে গত জুলাই মাসের কথিত স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সৈয়দ মোস্তফা কামাল রাজু ও সুমাইয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

দশ তলা ও পাইনাদী নতুন মহল্লা এলাকায় শহীদ হওয়া রাজু ও সুমাইয়ার সন্তান সোয়াইবের প্রতি বিশেষ মনোযোগ দেন মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে পতিত স্বৈরাচারী সরকার কি নির্মমভাবে সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করেছে তা উপলব্ধি করলে চোখে পানি চলে আসে। শহীদদের রক্ত আর আম্মাদের চোখের পানি বৃথা যাবে না ইনশাআল্লাহ।”

মাওলানা জব্বার আরও উল্লেখ করেন, “শহীদ সুমাইয়ার সন্তান সোয়াইবের দায়িত্ব আমরা শুরুতেই নিয়েছি। আমাদের এই সহযোগিতা চলমান থাকবে ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, নায়েবে আমির আব্দুল গফুর, থানা সেক্রেটারি সা’দ আহমেদ, জামায়াত নেতা আবদুর রহিম সহ অন্যান্যরা।

RSS
Follow by Email