মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led03রাজনীতি

জুলাই শহীদ দিবসে যুব ফেডারেশনের শ্রদ্ধা

# ৫ আগস্ট ষোল বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ: সাকিব

লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ যুব ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হাজীগঞ্জস্থ শহীদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, সম্পাদক জাহিদ সুজন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, যুগ্ম সদস্য সচিব আর.এইচ পলাশ, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি এবং কার্যকরী সদস্য এ.আর. দোলন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব হোসেন হৃদয় বলেন, “৫ আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এক এমন দিন, যা এ দেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে।

তিনি আরও বলেন, আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের জনগণ সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। লাখো প্রাণের বিনিময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পরও দেশের মানুষ সুবিচার ওগণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। ২০২৪ সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়, ১৬ বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।”

এ সময় বাংলাদেশ যুব ফেডারেশন জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন প্রজন্মকে শোষণ, দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার আহ্বান জানায় এবং শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

RSS
Follow by Email