জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের গাছের চারা বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে নারায়ণগঞ্জ প্রতিবেশ আন্দোলন। মঙ্গলবার (৫ আগস্ট) হাজীগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভে এই বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিবেশ আন্দোলনের আহ্বায়ক রাইসুল রাব্বী বলেন, “আমরা একটি প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ সমাজ চাই। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার, যেখানে প্রাণ, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। সবুজায়নের অংশ হিসেবেই আমাদের আজকের এই আয়োজন। আমরা আশা করি, রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা পরিবেশ বিষয়ে আরও মনোযোগী হবেন।”
প্রতিবেশ আন্দোলনের সদস্য সচিব সাদিক হাসান বলেন, “আমরা একটি বাসযোগ্য পৃথিবী চাই। বর্তমানে আমাদের দেশে বনায়নের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম, যা দেশকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। সরকারের উচিত প্রকৃতিকে গুরুত্ব দেওয়া।”
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবেশ আন্দোলনের সদস্য আওলাদ হোসেন, তাইদ নূর, রফিকুল বাপ্পীসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও মহানগর গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মো. বিপ্লব খান, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাশ এবং মহানগর গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।