জুলাই শহিদ স্বজলের কবর জিয়ারত করলো ইসলামী ছাত্র আন্দোলন
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহিদ আবুল হাসান স্বজলের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২২ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম শাহীন আদনানের নেতৃত্বে এই জিয়ারত কর্মসূচি পালন করা হয়।
এ সময় সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জের স্বজল ভাইসহ সারা বাংলাদেশের যারা শহিদ হয়েছেন, সকলের প্রতি দোয়া রইলো। আল্লাহ তাদের মাফ করে, জান্নাত নসিব করুক এবং যারা এখনো আহত আছে, সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুক।”
কবর জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহা আবুল হাশেম, প্রশিক্ষণ সম্পাদক মুহা জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহা মাহবুবর রহমান এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর। এই কর্মসূচির মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করে।