বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Led02জেলাজুড়ে

জুলাই যোদ্ধাদের সম্মাননায় ডিসি ‘তরুণদের রক্তে লেখা দেশপ্রেমের মহাকাব্য জুলাই’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের তরুণ ও ছাত্রসমাজ একটি বৈষম্যহীন রাষ্ট্র এবং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগ রাষ্ট্র প্রতিষ্ঠায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা সেই বীর যোদ্ধাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা বিশ্বাস করি তরুণ সমাজের এই দেশপ্রেমের শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। আমাদের তরুণ প্রজন্ম যে একটি ন্যায়ভিত্তিক ও সকলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, আমরা সকলে মিলে সেই রাষ্ট্র গড়ে তুলতে বদ্ধপরিকর। এই অভীষ্ট লক্ষ্য অর্জনে তরুণ সমাজ আমাদের পাশে থাকবে এবং বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আসা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় এই বীর যোদ্ধারা আমাদের প্রেরণা জোগাবে।

আহত যোদ্ধাদের কষ্টের কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, যারা সেই সময়ে আহত হয়েছেন, তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলে হৃদয় ব্যথিত হয়। নিজের দেশের ভাই, প্রতিবেশী বা আত্মীয়কে কীভাবে আঘাত করা সম্ভব, তা একজন সাধারণ মানুষের বোধগম্য নয়। আমরা এমন একটি অমানবিক রাষ্ট্র চাইনি। আমরা একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে একজনের কষ্টে সকলে এগিয়ে এসে সমাধানের পথ খুঁজে নেবে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

RSS
Follow by Email