শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
স্বাস্থ্য

জুলাই দিবস উপলক্ষে না.গঞ্জ ডক্টরস ফোরামের দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: পতিত স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল হয়।

নারায়ণগঞ্জ জেলা ডক্টরস ফোরামের সভাপতি ডা. আলী আশরাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা. মিনারা সিকদার, ডা. আবুল বাশার, সিনিয়র কনসালটেন্ট ডা. জহিরুল কাদির, ডা. বায়েজ উদ্দিন, ডা. আতিকুল বারী, ডা. রাশেদুজ্জামান খান, ডা. ওয়াহিদা রহমান, ফার্মাসিস্ট আবদুল সাত্তার প্রমুখ।

এ সময় ডা. আলী আশরাফ বলেন, “জুলাই আন্দোলনে আমাদের বাচ্চারা শহীদ হয়ে আমাদের বিবেককে জাগ্রত করে দিয়েছে এবং জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন।”

RSS
Follow by Email