বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
Led02রাজনীতি

না.গঞ্জে শিবিরের সভাপতি ‘ জুলাই ঘোষণাপত্র গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি’

লাইভ নারায়ণগঞ্জ: সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, ঘোষণাপত্রটি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হলেও এতে গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটেনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) নারায়ণগঞ্জে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে, এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল ৯ দফা, যা পরবর্তীতে এক দফায় পরিণত হয়। কিন্তু ঘোষণাপত্রে ৯ দফার কথা উল্লেখ করা হয়নি। এছাড়া, আন্দোলনের নীতি নির্ধারণে বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসীদের ভূমিকার কথাও বিস্তৃতভাবে উল্লেখ করা হয়নি। তাই আমরা কিছুটা আশাহত হয়েছি এবং সরকার যেন এটি পুনর্বিবেচনা করে, সেই দাবি জানাচ্ছি।”

টিএসসিতে জুলাই অভ্যুত্থানের প্রদর্শনীতে জামায়াত নেতাদের ছবি প্রসঙ্গে তিনি বলেন, “ছবিগুলো জামায়াত নেতা হিসেবে দেওয়া হয়নি। সেখানে ক্যাপশন ছিল ‘বিচারিক হত্যাকাণ্ড’। আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে আদালতে যে অবিচার হয়েছে, মূলত সেটিই তুলে ধরেছি। শুধু বিচারিক হত্যাকাণ্ড নয়, গত ১৫ বছরে হাসিনার যত অপকর্ম ছিল, আমরা সেগুলো প্রতীক হিসেবে উপস্থাপন করেছি।”

তিনি আরও বলেন, “যারা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে, তারাই মব সন্ত্রাস সৃষ্টি করে ছবিগুলো নামিয়ে দিয়েছে। আমরা সেখানে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি, যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়।”

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির আবদুল জব্বার, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সিফাতুল আলম ও মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RSS
Follow by Email