জুলাই গণ-অভ্যুত্থানের বিচার অর্ন্তবর্তীকালীন সরকারের আমলেই হবে: উপদেষ্টা আসিফ নজরুল
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই মাসের গণ-অভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, এই গণ-হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই সম্পন্ন হবে।
সোমবার (১৪ জুলাই ) নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
ড. নজরুল তার বক্তব্যে শহীদদের ওপর চালানো নৃশংসতার কথা স্মরণ করে বলেন, “আমাদের লোকদের এমনভাবে হত্যা করা হলো, অঙ্গহানি করা হলো, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই, বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের শাসনামলেই এসব হত্যাকাণ্ডের বিচার হবে।” তিনি গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে জনগণের আত্মত্যাগের মহত্ত্ব তুলে ধরে বলেন, “আপনাদের যে আত্মত্যাগ, এখানে ২২ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছেন।” তিনি বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে বলেন, “এখানে মামলাগুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি, চেষ্টা করুন পাঁচ আগস্টের আগে অভিযোগপত্র দেওয়ার জন্য। তারা জানিয়েছেন, অনেক মামলায় তারা অভিযোগপত্র দিতে পারবেন।”
ফ্যাসিবাদীদের দ্বারা হয়রানির শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে ড. নজরুল বলেন, “অনেকে বলেছে, ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে, এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করবো, আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবেন।” তিনি জনগণের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে।” স্থানীয়ভাবে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি জনগণকে জুলাইয়ের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান এবং প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন। এই স্মৃতিস্তম্ভের উদ্বোধন এবং উপদেষ্টার এমন জোরালো বার্তা, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।