জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় পরিবর্তন এবং গৌরবোজ্জ্বল অধ্যায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (৫ আগস্ট) হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক পরিবর্তন বা স্বৈরাচারের পতন নয়। এটি দেড় দশকের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের ফল। বৈষম্যহীন ও ন্যায়বিচারপূর্ণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই এই আন্দোলন হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমরা এই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাই। তারা যে রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”