মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led02জেলাজুড়ে

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পুলিশদের গালি দিবেন না: এসপি

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যার সঙ্গে জড়িত অনেকগুলো মামলার চার্জশিট চলতি মাসেই দাখিল করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ (এসপি) সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন, মামলার তদন্তে অনেক নাম এলেও পুলিশ কেবল জড়িত ব্যক্তিদের যাচাই করে দেখছে।

মঙ্গলবার (৫ আগস্ট) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে শহীদ পরিবারের এক সম্মিলন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “যখন আমি এই মামলাগুলো নিয়ে কাজ করেছি, তখন অফিসে বসে কাজ করতে পারিনি। যেভাবে গুলিবিদ্ধ হয়ে মানুষ শহীদ হয়েছে, সেই ভয়াবহ দৃশ্য মনে পড়লে বুক কেঁপে ওঠে।”

তিনি পুলিশকে গালি না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের পুলিশদের গালি দিবেন না। গালি এখন আর সহ্য হয় না।” তিনি জানান, জেলা পুলিশের দায়িত্ব নিয়ে তিনি স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছেন এবং যেকোনো প্রয়োজনে সাধারণ মানুষকে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

RSS
Follow by Email