শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
Led05রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৎস্যজীবী দলের শোক র‍্যালি

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই মাসের ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শোক র‍্যালি ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিদ্ধিরগঞ্জ শাখা। শুক্রবার (৮ আগস্ট) আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহমান।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন। সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান সানি, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সানি, জহিরুল হক বাদশাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

RSS
Follow by Email