সোমবার, আগস্ট ৪, ২০২৫
Led03রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামারা জাগরণের প্রতীক ছিলেন: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসে এক সাহসী অধ্যায়। সে সময়ের আলেম-ওলামারা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও রাজনৈতিক আন্দোলনেও ছিলেন জাগরণের প্রতীক।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের কার্যালয়ে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ যৌথভাবে এর আয়োজন করে।

টিপু বলেন, “আজকের সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধে আলেম-ওলামাদের ভূমিকা আরও বেশি প্রয়োজন।”

অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক হাফেজ ক্বারী মোহাম্মদ শিব্বীর আহমেদ বলেন, “আলেমদের দায়িত্ব কেবল মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে ন্যায়-অন্যায়ের পার্থক্য স্পষ্ট করা এবং ইসলামি আদর্শে সমাজ গড়ার ক্ষেত্রেও তারা নেতৃত্ব দেবেন। বর্তমান সময়ে ধর্মকে ব্যবহার করে যারা সহিংসতা ছড়ায়, তাদের বিরুদ্ধে সত্যিকারের আলেমদের রুখে দাঁড়াতে হবে।”

ইসলামিক ফাউন্ডেশন, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মোহাম্মদ হাবীবুর রহমান এবং জেলার বিভিন্ন উপজেলার আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

RSS
Follow by Email