মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
Led03রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর বক্তারা বলেন, যে আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থান হয়েছিল, তার সম্পূর্ণ বাস্তবায়ন আজও হয়নি।

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা থেকেই এই অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালাতে বাধ্য হলেও রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর পতন হয়নি। আমরা সেই স্বৈরাচারী কাঠামোর বিরুদ্ধে লড়াই করছি— অধিকার ও গণতন্ত্রভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।”

তিনি অভিযোগ করেন, এক বছর পার হয়ে গেলেও সরকার এখনো গণহত্যার বিচার সম্পন্ন করতে পারেনি, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি এবং তাদের পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেয়নি। মুনা বলেন, এটি প্রমাণ করে বর্তমান সরকারের নীতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

ফারহানা মানিক মুনা আরও বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগ। আজ যারা সেই চেতনার বিপরীত পথে হাঁটছে, তারা মূলত পুরনো শোষণব্যবস্থাকেই ফিরিয়ে আনতে চাইছে।”

তিনি বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও দেশের সব গণতান্ত্রিক লড়াইয়ে সামনে থেকে লড়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলামসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন কলেজ ও স্কুল শাখার সদস্যরা।

RSS
Follow by Email