শুক্রবার, জুলাই ৪, ২০২৫
Led02রাজনীতি

জুলাই এনসিপির বিএনপির বা কোন দলের একার নয়: মামুন মাহমুদ

লাইভ নারায়ণগঞ্জ: জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘জুলাই এনসিপির, কোন রাজনৈতিক দল বা বিএনপির একার নয়। কিন্তু বিএনপির আগস্টের আন্দোলনের যথেষ্ট ত্যাগ রয়েছে। আপনারা জানেন আমরা বিগত ১৫টি বছর এই জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমানের নির্দেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে আমরা এক দাবির আন্দোলনে ছিলাম। এর মধ্যে ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছে, তাদের আন্দোলনে পুলিশ হামলা হত্যা শুরু করেছে বিধায় তারা আমাদের একদফায় এসে যুক্ত হয়েছে। আমাদের সরকার পতনের এক দফা আন্দোলন দীর্ঘদিন ধরে চলমান ছিল। আমাদের এক দফার সাথে যখন ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয় তখন ফ্যাসিবাদের দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই নিহত, আহত এমনকি যে মা রাজপথে এক গ্লাস পানি নিয়ে এসে সাহায্য করেছে তাকেও অংশীদার মেনে নিতে হবে। এ আন্দোলন কোন একই ব্যক্তি বা দলের নয়।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে জুলাইয়ের আন্দোলনের স্মরণে বিএনপির রক্তদান কর্মসূচি পালন করা হয়। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজেন এ কর্মসূচিতে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘আজকের এই রক্তদান কর্মসূচি হচ্ছে একটা প্রতিটি কর্মসূচি। এটা আয়োজন করা হয়েছে শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনকে স্মরণ করার জন্য। যাতে করে শেখ হাসিনার সরকার যেভাবে দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি এবং অবিচার কায়েম করেছিল সেটিকে যেন রোধ করতে পারে। জুলাইয়ের আন্দোলনের গর্ব আমরা নিহত, আহত এবং আহতদের চিকিৎসা দেওয়ার সকল ডাক্তার নার্সদের সাথে সমভাবে ভাগ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি দেশের নতুন নতুন দল আসছে, নতুন দল আসলে আমাদের কোন বক্তব্য নেই, তবে তারা যদি আন্দোলনকে কুক্ষিগত করতে চায় তাহলে সেটা জনগণ ও আমরা মেনে নেবে না। এই আন্দোলনে আমাদের ৪২২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আরো হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। যদি আমাদের এই আন্দোলনকে স্মরণীয় করতে হয় তাহলে আন্দোলনের নিহত আহত এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকেই স্মরণ করতে হবে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমরা এই শহীদ এবং নিহত আহতদের পক্ষে আছি। আমারা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে, তাদের জন্য এমন কিছু স্মরণীয় করবো যেটা দেখে ফ্যাসিবাদের দোসররা সব সময় ভীত হবে। আজ যে সংস্থঅর আয়োজনে এ কর্মসূচি পালন করা হচ্ছে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা বিগত সরকারের আমলে হওয়া সকল দুর্নিত নৈরাজ্য প্রতিরোধ করবেন। মানুষের কিছু হলেই পাশের দেশের চিকিৎসা করতে চলে যায় সেটা সে আস্থার জায়গাটা ফিরে আনতে হবে। ’

এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

RSS
Follow by Email