বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led04রূপগঞ্জ

জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে না.গঞ্জের বিদ্যালয়ের নামকরণ

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ রাখা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এই নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, ফারহান ফাইয়াজ ছিল নারায়ণগঞ্জেরই এক তরুণ, যে গত বছরের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক ছাত্র-জনতার অংশগ্রহণ ছিল। দুর্ভাগ্যজনকভাবে, সেই আন্দোলনের একপর্যায়ে ফারহান ফাইয়াজ শাহাদাৎ বরণ করে। তার এই আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারুণ্যের এই আত্মাহুতিকে স্মরণীয় করে রাখতেই সরকার ফারহান ফাইয়াজের নামে এই বিদ্যালয়ের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে।

এই নামকরণের মাধ্যমে ফারহান ফাইয়াজের অবদানকে স্বীকৃতি জানানো হলো এবং ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগের কথা জানতে পারবে। এটি শুধু একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন নয়, বরং দেশপ্রেম ও ত্যাগের এক নতুন অধ্যায় উন্মোচন।

RSS
Follow by Email