জুলাই আন্দোলনের মামলায় আলোচিত ম্যাকলিন গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি মামলায় মেহেদী খন্দকার ম্যাকলিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তি ব্যবহার করে ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে জেলা পুলিশের গোয়েন্দা শাখা আইসিটির তদন্ত দলকে সহযোগিতা করে।
জানা গেছে, ম্যাকলিনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আইসিটিতে একটি মামলা রয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান।