শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05শিক্ষা

জুলাই অভ্যূত্থানে শহীদের রক্তমাখা শার্ট প্রদর্শন করলো তোলারাম কলেজ স্মৃতি সংসদ

# ৫৩ বছরে কনস্ট্রাকশনের উন্নয়ন দেখলেও, মানুষের উন্নয়ন দেখিনি: সাইদুর

লাইভ নারায়ণগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত ‘বিজয় মেলায় সরকারি তোলারাম কলেজ “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” এর প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে সরকারি তোলারাম কলেজের চার শহীদ শিক্ষার্থী মানিক মিয়া (শাহরিক চৌধুরী), আব্দুর রহমান, মাহাদী হাসান পান্থ ও মেহেদী হাসান নাঈম এর রক্তমাখা শার্ট, ব্যাক্তিগত ছবি, আন্দোলনের ছবি, ব্যবহার্য জিনিসপত্রসহ বিভিন্ন স্মৃতি প্রদর্শন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) চাষাড়া জিয়া হল প্রাঙ্গণে ওই মেলার আয়োজন করা হয়। মেলার ৯ নং স্টলটি সরকারি তোলারাম কলেজ শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ এর স্টল। এই স্টলে প্রদর্শিত হয় তোলারাম কলেজের চার শহীদের বিভিন্ন স্মৃতি। দিনব্যাপী এই প্রদর্শনী চলে রাত ৯টা পর্যন্ত।

প্রদর্শনী থেকে স্মৃতি সংসদ এর অন্যতম সংগঠক সাইদুর রহমান বলেন, আজ মহান বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। আমরা আমাদের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শহীদদের স্মৃতি জাগরূক করে রাখতে চাই এবং আমাদের মুক্তির সংগ্রামে তাদের বাচিয়ে রাখার অঙ্গিকার করি। ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করেছি। এই স্বাধীন রাষ্ট্রের আজ ৫৩ বছর পূর্ণ হলো কিন্তু দুঃখের বিষয় এই ৫৩ বছরে কনস্ট্রাকশনের নানা উন্নয়ন দেখলেও মানুষের জীবন মানের উন্নয়ন ঘটতে আমরা দেখিনি।

তিনি বলেন, বিগত সময়গুলোতে যেই শাসকরাই এসেছে তাদেরকে আমরা দেখেছি নিজ ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা মরিয়া ছিলো। মানুষের জীবন মান নিয়ে তাদের ভাবনা আমাদের নজরকাড়েনি। কিন্তু আশার বিষয় হলো এই ২৪ অভ্যূত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনা তৈরী হয়েছে। সেই সম্ভাবনাকে আমাদের কাজে লাগাতে হবে। ২৪ এর এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের প্রয়োজন নিজেদের ঐক্যবদ্ধতা ধরে রাখা, এবং এই জুলাই অভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করা। আমরা সরকারি তোলারাম কলেজ “শহীদ মানিক-রহমান-পান্থ-নাঈম স্মৃতি সংসদ” আমাদের তোলারাম কলেজের বীর চার শহীদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত এবং তোলারাম কলেজের সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতা নিশ্চিত করার মধ্য দিয়ে, কলেজকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাসে রুপান্তর করতে চাই। আমাদের এই চেষ্টায় সকালের অংশগ্রহণ কামনা করছি।

RSS
Follow by Email