রবিবার, মে ৪, ২০২৫
Led03জেলাজুড়ে

জুলাইয়ে পোড়া ৮ হাজার পাসপোর্টের মধ্যে ৭ হাজার হস্তান্তর: উপ-পরিচালক জামাল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জামাল হোসেন বলেন, ‎নয় মাস পর নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে কার্যক্রম শুরু হয়েছে। নারায়ণগঞ্জবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই। দালাল মুক্ত ও নিরিবিলি পরিবেশে ‎জনগণের কথা বিবেচনা করে ৫ ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে জনগণ শতভাগ সেভা পায় সেই প্রেক্ষাপটকে নিয়ে আমাদের কর্মকর্তার কর্মচারীরা কাজ করে যাবে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই আপনাদের পরামর্শ নিয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম দ্রুত জনগণের দোরঘোড়ায় পৌঁছে যেতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর।

রবিবার (৪ মে) আনুষ্ঠানিকভাবে পুনরায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (পাসপোর্ট) মো জামাল হোসেনসহ গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎তিনি আরও বলেন, ‎গত জুলাই মাসে আমাদের প্রায় ৮ হাজার পাসপোর্ট পোড়ানো হয়েছে। আগারগাঁও পাসপোর্ট অফিস ইতিমধ্যে প্রায় ৭ হাজার পাসপোর্ট ডেলিভারি সম্পূর্ণ করেছি। এখনো পর্যন্ত যারা ডেলিভারি নেন নাই, এখন জনগণ চাইলে আমরা এখান থেকে দিতে সক্ষম হবো। গ্রাহকদের আমাদের আহ্বান হচ্ছে এখন থেকে তাদের নিজেদের পাসপোর্ট আবেদন অনলাইন মাধ্যমে করবেন। যেহেতু কোনো ধরণের পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় না। শুধু ভোটার আইডি কার্ড ও জন্মসনদ যেটা নারায়ণগঞ্জের ঠিকানা সম্বলিত সেটা দিয়ে আমাদেন পাসপোর্ট অফিসে আবেদন করত পারবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পুরনো ভবনটি ভস্মীভূত হয়েছিল। আগুনে অফিসের ভেতরের মূল্যবান আসবাবপত্র, প্রযুক্তিগত সরঞ্জাম এবং বিতরণের জন্য প্রস্তুত থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এই ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং জেলার নাগরিকদের মধ্যে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

RSS
Follow by Email