রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05রাজনীতি

জুম্মার পরে কাজলের জন্য দোয়া কইরেন, অনুরোধ সেলিম ওসমানের

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সুস্থতা কামনা করে সকলের নিকন দোয়া প্রার্থনা করেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি সেলিম ওসমান।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ১৩নং ওয়ার্ড এর গলাচিপা রেললাইন এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে সকলের খালেদ হায়ার খান কাজলেন জন্য দোয়া করার অনুরোধ জানান।

এসময় সেলিম ওসমান বলেন, আমার কোন সন্তান নাই; সন্তারে থেকে অনেক বেশি আমার কাজল। কাজলের জন্যই আজকে আমি অনেক কিছু করতে পেরেছি। আপনারা শুক্রবার জুম্মার নামাজের পরে ওর জন্য দোয়া করবেন। কাজলের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে।

তিনি আরও বলেন, সে নাকি নির্বাচন না দেখে অপারেশন করবেন না। গতকাল হটাৎ করে সে নারায়ণগঞ্জ চলে আসলো। আজকের মিটিং এ আসার জন্য সে অনেক চেষ্টা করেছে, কিনতু আমি ওর বউ আর ছেলেকে বলেছি ও যদি এই অবস্থায় এখানে আসে তাহলে ওর মুখ আমি কখনো দেখবো না। আপনারা কাজলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে সম্পুর্ণ সুস্থ করে দেয়।

RSS
Follow by Email