বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫
Led01রূপগঞ্জ

জুতোর মালা পড়িয়ে সাবেক মন্ত্রী গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ তার অনুসারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জে ভুলতা কাঁচাবাজার আড়ৎ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী সাবেক মন্ত্রী গাজীর ও তার অনুসারীদের ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ করেন।

মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মো. ইয়াকুব আলী প্রধান বলেন, চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই এবং আওয়ামী সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। রূপগঞ্জে এখনো গাজীর দোসররা দেদারসে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আমরা অবাক হই। তারা এতো সাহস কোথা থেকে পায়? পরে জানলাম গুটিকয়েক বিএনপি নেতারা ওই সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এখন থেকেই পরিস্কার জানিয়ে দিতে চাই কারও শেল্টারেই এই আওয়ামী সন্ত্রাসীদের রূপগঞ্জের মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না।

তিনি আরও বলেন, বছরের পর বছর কুখ্যাত বালু হাবিব, কিলার রাজু, ডা. মুজিবুর রহমান ও আইয়ুব আলী গংরা গাজীর হয়ে সাধারণ মানুষকে প্রকাশ্যে হয়রানি করেছে। মানুষের জমি দখল করেছে। অথচ, দেশ স্বাধীন হওয়ার পরেও সেই সন্ত্রাসীরা এখনো তাদের অপকর্ম চলমান রেখেছে। আপনাদের বলতে চাই, এখনো সময় আছে রূপগঞ্জ ছেড়ে চলে যান। না হয় জুলুমের শিকার সাধারণ মানুষ আপনাদের ছেড়ে দিবে না।

মাসুদ রানা নামের আরেক বিএনপি কর্মী তার বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাজ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। যদি শাওঘাটের কোন ব্যাবসায়ী বা কোন ব্যাক্তির কাছে কেউ চাঁদাবাজি করে তবে, সেই ভুক্তভোগীকে আহবান করবো আপনার নাম গোপন করে সঠিক তথ্য প্রমাণ সহ প্রশাসনকে অবগত করবেন।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলায় অনেকে হতাহত হয়েছে। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার আওয়ামীলীগের সন্ত্রাসীদের সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া লোকের পরিবারের কান্না থামছে না। আন্দোলনে কেউ ভাই হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। এছাড়াও অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই খুনি সন্ত্রাসীদের এই বাংলার মাটিতে বিচার অবশ্যই হতে হবে। সাবেক মন্ত্রী গাজী সহ তার দোসরদের ফাঁসি দিয়ে যথাযথ বিচারের দাবি জানাই। রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ৎ নামে একটি কাঁচা বাজারের আড়ৎ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ও তার অনুসারীরা দখল করেছে। বিগত আওয়ামী লীগ শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে তার অনুসারী ডা. মজিবুর মিয়া আড়ৎটি দখল করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুয়া চুক্তিনামা বানিয়ে আড়তের প্রকৃত মালিক সেলিম মিয়াকে ভাড়ার টাকা নিতে দফায় দফায় বাধা দিয়েছে। এভাবে সমগ্র রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর নির্দেশে তার লোকজন ও সন্ত্রাসীরা দখলদারিত্ব করে মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বাবু, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা ইয়াকুব মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হাসান সাকিব সহ শতাধিক এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email