সোমবার, আগস্ট ১১, ২০২৫
Led03শিক্ষা

জীবনে অনেক ক্ষেত্রেই আমরা সফল হই, কিন্তু সার্থক হই না: এডিসি শিক্ষা মাশফাকুর

লাইভ নারায়ণগঞ্জ: “তোমরা এসএসসিতে ভালো ফলাফল করে সফল হয়েছ। কিন্তু এই সফলতা আসলে আমাদের জীবনের সার্থকতা কি না, সেটা আমাদের ভাবতে হবে।”—এমনই গভীর বার্তা নিয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান।

সোমবার (১১ আগস্ট) ফতুল্লার মীরকুঞ্জ পার্টি সেন্টারে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

মাশফাকুর রহমান বলেন, জীবনে অনেক ক্ষেত্রেই আমরা সফল হই, কিন্তু সার্থক হই না। এর কারণ আমরা নিজেদের দায়িত্ব বুঝি না। আমরা কেন পৃথিবীতে এসেছি, আমাদের কী করা উচিত—এসব নিয়ে ভাবি না। প্রতিটি মানুষ ও প্রাণী কোনো না কোনো ভূমিকা পালনের জন্য সৃষ্টি হয়েছে। আমাদেরকে সেই ভূমিকা খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, “আমরা অনেকেই ভালো ছাত্র, ভালো ব্যবসায়ী বা ভালো রাজনীতিবিদ হয়েছি। কিন্তু ভালো মানুষ হয়েছি কয়জন?” তিনি বলেন, ভালো মানুষ হওয়া এবং মানুষের মধ্যে ভালোবাসা ও আলো ছড়ানোর মানসিকতা তৈরি করা শিখতে হবে। আল্লাহর নূরকে কাজে লাগিয়ে ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে আলোকিত করতে হবে।

মাশফাকুর রহমান আরও বলেন, সার্থক হতে গেলে কৃতজ্ঞ হতে হয়। নিজের জীবনের উদ্দেশ্য ও দায়িত্ব বুঝতে পারলে আমরা সফলতার পাশাপাশি সার্থকও হতে পারব।

গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ডা. রুমন রেজা, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ আদর্শ বালিকা স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান এবং নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূঁইয়া।

 

 

RSS
Follow by Email