বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
Led02Led05রাজনীতি

জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো না.গঞ্জ বিএনপি

# ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে: রুহুল কবির রিজভী

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ওই শ্রদ্ধার জানানো হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শ্রদ্ধাকালে ফাতেহাপাঠ শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়। এর আগে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা বিএনপির আওতাধীন সকল থানা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জড়ো হয়। পরে বিশাল শোডাউনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভয়ংকর পরিকল্পনা নিয়ে ওঁৎ পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যে গণতন্ত্রের জন্য এতো জীবন গেলো সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি নিয়ে রিজভী বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা সব সময় আন্দোলন সংগ্রামে কাজ করেছেন। এক সময় আমরা গণতন্ত্রের চর্চা করতে পারতাম না, অনুশীলন করতে পারতাম না, সমাবেশ করতে পারতাম না। আমাদের নেতাকর্মীদের গুম, খুন ও হত্যা করা হয়েছে। এক ভংঙ্কর দানব শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যত্থানে পালিয়ে যেতে বাদ্য হয়েছে। সুতরাং নারায়ণগঞ্জ জেলা বিএনপির মামুন মাহমুদ, দিপু ভূঁইয়া, রাজিব ও টুটুলের নেতৃত্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি যে নতুন আহ্বায়ক কমিটি, এটা জনগণের আস্থাশীল হবে। এই কমিটি নারায়ণগঞ্জে মাফিয়া শামীম ওসমানদের যে রাজত্ব ছিলো, তাদের সেই ভয়ংকর মাফিয়াতন্ত্রকে ভেঙ্গে একটি সামাজিক ওমানবিক মূল্যবোধ সৃষ্টি করবে। ‌

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশেকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, সদস্য গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email