শনিবার, মে ২৪, ২০২৫
Led03রাজনীতি

জিয়াউর রহমানের দোয়ার জন্য চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো: মুকুল

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা অনেক জায়গায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতে পারি নাই। আওয়ামীলীগের দোসররা আমাদের দোয়া মাহফিল করতে দেয় নাই। কিন্তু এ বছর আমাদের আর কোন বাঁধা নেই। এবার আমরা শান্তিপূর্ণ ভাবে দোয়া মাহফিল পালন করবো। কিন্তু এই দোয়া মাহফিলের জন্য কোন নেতাকর্মী যদি কোন প্রকার কাউর কাছে চাঁদাবাজি করেন, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আপনারা যার যার এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মিলাদ ও দোয়া মাহফিল করবেন।’

আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে মহানগর বিএনপির এক অংশ। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় নিজ বাস ভবনে আয়োজিত এই সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন আতাউর রহমান মুকুল।

সভায় তিনি আরও বলেন, আগামী ৩০ মে বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে আমরা সদর-বন্দরের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে তিন দিন ব্যাপী দোয়া মাহফিল ও গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করবো। আগামী ৩০, ৩১ ও ১জুন পর্যন্ত বন্দরের স্পটে ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে আমরা এ কর্মসূচি পালন করবো।

সভায় আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিশেষ অতিথি সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সদস্য ও উপজেলার সভাপতি এড.বিল্লাল হোসেন, এড.আনিসুর রহমান মোল্লা, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, রাশেদুল ইসলাম টিটু, আলহাজ্ব আতাউর রহমান মুকুলের পুত্র ব্যারিস্টার রিজওয়ান রহমান লিটু।

মহানগর বিএনপি নেতা রাজিব ও মাসুম এর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন, নাসিক ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন, মহিবুল, সাগর, ২০নং ওয়ার্ড বিএনপির মেছবুদ্দিন স্বপন, আসলাম, ইয়া হান্নান, ২১নং ওয়ার্ড বিএনপির রোমেল, খুকু মনি, মোরছালীম, সুমন, ২২নং ওয়ার্ড বিএনপির আরিফ, মাসুদ, ২৩নং ওয়ার্ড বিএনপির হান্নান, আনিস, আলী আকবর, নুর হাজী, শামসুদ্দিন মোল্লা টুটুল, সেরাজল, রতন খান, ২৪নং ওয়ার্ড বিএনপির মালেক মেম্বার, শফি, রাসেল, আসলাম, হানিফ, হাসান আলী, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার উদ্দিন, মোশারফ, সাইদুল, আল হাসান, আনার হোসেন, ২৬নং ওয়ার্ড বিএনপির বুলবুল, কামাল, নাছির, মনোয়ার, ২৭নং ওয়ার্ড বিএএনপির কাউয়ূম, জাহের, মনির, ইলিয়াস, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শহীদ মেম্বার, সাবেক সভাপতি আবুল কাসেম, তীল মোহাম্মদ রতন, স্বপন মেম্বার, মনির মেম্বার, মাসুদ, জামান, বন্দর ইউনিয়ন বিএনপির আবুল মেম্বার, আলী নুর, নজরুল মোল্লা, জামান, শরীফ, লাল মিয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপির মোসলেউদ্দিন, জালাল মেম্বার, বিল্লাল মেম্বার, মোতালেব, ইব্রাহীম, দেলোয়ার, জাহাঙ্গীর, গোল মেম্বার, হারুন রশিদ, আলম মেম্বার, ধামগড় ইউনিয়ন বিএনপির ইসলাম, আমির হামজা, মনির, নুর জামান, আমজাত মেম্বার, মদনপুর ইউনিয়ন বিএনপির কাবিল হোসেন, ইব্রাহীম মেম্বার, রুহুল আমিন, জাহিদ হোসেন, মাজেদা মেম্বার সহ বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

RSS
Follow by Email