জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: ৭ জুন পবিত্র ঈদুল আজহা
লাইভ নারায়ণগঞ্জ: মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারিত হয়েছে। দেশের আকাশে বুধবার (২৮ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে নিশ্চিত হলো যে, আগামী ৭ জুন শুক্রবার সারাদেশে ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার খবর পাওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কিছুক্ষণ পর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
পবিত্র ঈদুল আজহা, যা ‘কুরবানির ঈদ’ নামেও পরিচিত, মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। মহান আল্লাহ তায়ালার প্রতি অগাধ আনুগত্য এবং ত্যাগের মহিমা স্মরণ করে এই দিনে মুসলিমরা পশু কোরবানি করে থাকেন। হজরত ইব্রাহিম (আ.) এর আত্মত্যাগ ও তার পুত্র হজরত ইসমাইল (আ.) এর আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের স্মৃতিচারণেই এই উৎসব পালিত হয়। এই দিনে মুসলমানরা ঈদের নামাজ আদায় করেন এবং এরপর সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, উট বা দুম্বা কোরবানি করেন। কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে এর এক ভাগ দরিদ্র ও অভাবী মানুষের মাঝে বিতরণ করা হয়, এক ভাগ আত্মীয়-স্বজনের মধ্যে বিলি করা হয় এবং বাকি এক ভাগ নিজেদের জন্য রাখা হয়। এর মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।