শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Led02রাজনীতি

জিয়া হল সংস্কার ও বঙ্গবন্ধুর মূর্তি অপসারণের দাবিতে ডিসিকে সানির আল্টিমেটাম

লাইভ নারায়ণগঞ্জ: চাষাড়ার জিয়া হল সংস্কার এবং জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর মূর্তি অবসরের জন্য জেলা প্রশাসক মাহমুদুল হককে আল্টিমেটাম দিয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। চাষাড়া প্রাঙ্গণে এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই আল্টিমেটাম দেন আনিসুল ইসলাম সানি।

বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসোররা এই জিয়া হলকে পরিত্যক্ত ঘোষণা করেছে। তারা চেয়েছে জিয়া হলের নামটি যেন নারায়ণগঞ্জবাসির মুখ থেকে সরে যায়। আজ জিয়া হলের যেখানে এই অনুষ্ঠান হয়েছে, আগামী ১৬ই ডিসেম্বর আমরা শহীদ জিলা হলের মিলন আয়তনে অনুষ্ঠান করবো। প্রশাসনের কাছে দাবি থাকবে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে জিয়া হল সংস্কার করে এটি পূর্ণকার্যক্রম করার জন্য ব্যবস্থা নিবেন। ডিসি এই যে জিয়া হল পরিচালনা কমিটির সভাপতি । এই সংস্কার না করা হলে আপনার কার্যালয় ঘেরাও করা হবে। আমরা জানি আপনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন। যেখানে সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ করা হলো, সেখানে আপনি খুব সুন্দর ভাবে মূর্তি রেখে দিয়েছেন, এমনকি কাপড় দিয়েও ঢেকে রেখেছেন।

তিনি আরো বলেন, আমাদের দাবি যে মূর্তি আপনি গোপন এবং যত্ন সহকারে ঢেকে রেখেছেন সেই মূর্তিটি অপসারণ করতে হবে সাত দিনের মধ্যে। যদি এই এক সপ্তাহের মধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ না করা হয় তাহলে আমরা কার্যালয় ঘেরাও করে মূর্তি ভেঙে ফেলবো। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কোন মুহূর্তে আমরা নারায়ণগঞ্জ জেলায় থাকতে দেবো না। আগামী বৃহস্পতিবারের মধ্যে মূর্তি অপসারণ করা না হয় তাহলে সে মূর্তি ভেঙে দেবো এবং এর দায়িত্ব আপনাকে নিতে হবে। প্রশাসনের মধ্যে এখনো কিছু স্বৈরাচারী সরকারের দোসরা রয়ে গেছে। ছাত্র আন্দোলনে আপনাদের ভূমিকা কি ছিল সেটা নারায়ণগঞ্জবাসী জানে। এখনো সময় আছে সাবধান হন, না হলে পরিনিতি ভালো হবে না।

জনসভায় মহানর জাসাস’র সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন, প্রধান বক্তা ছিলেন জেলা জাসাস’র সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এড. সরকার হুমায়ূন কবীর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।

RSS
Follow by Email