শুক্রবার, মে ১৬, ২০২৫
Led03সদর

জিমখানায় যুবক হত্যার ঘটনায় ভেলকিসহ ২ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: জিমখানা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চোরাই লোহা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে শাহাদাত (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত শাহাদাত নতুন জিমখানা রোডের বাসিন্দা এবং মাদকাসক্ত ছিলেন, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন।

মামলার বিবরণ অনুযায়ী, ১৪ মে রাত আনুমানিক পৌনে এগারোটায় জিমখানা বটতলা রাসেল পার্কের দক্ষিণ পাশে নিরাপত্তা গেইটের কাছে শাহাদাতের সাথে অভিযুক্ত মাহিন আহম্মেদ ভেলকি (২৪), নাঈম আহমেদ (২১) এবং তাদের অজ্ঞাতনামা ৫-৬ সঙ্গীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভেলকির নেতৃত্বে তারা শাহাদাতের বুকে তিনটি ও কোমরের কাছে একটিসহ মোট চারটি ছুরিকাঘাত করে এবং শরীরের অন্যান্য স্থানেও আঘাত করে পালিয়ে যায়। পথচারীরা শাহাদাতকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বোন কুলছুমা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাহিন আহম্মেদ ভেলকি, নাঈম আহমেদ, প্যাকেজ ফাহিম (২৪), সাঈম (২৪) সহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন জানান, থানা পুলিশ ইতিমধ্যেই মামলার এজাহারভুক্ত আসামী মাহিন আহম্মেদ ভেলকি ও নাঈম আহমেদকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শাহাদাতের সাথে অভিযুক্তদের মাদক বিক্রি ও চোরাই লোহা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

RSS
Follow by Email