জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় না.গঞ্জ সদর উপজেলা শীর্ষে
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো এসএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল। নারায়ণগঞ্জ সদর উপজেলায় এবারের ফলাফলে দেখা গেছে এক মিশ্র চিত্র।
মোট ১৩,৩১২ জন পরীক্ষার্থী এই উপজেলা থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ৮,৪৩৩ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এতে সদর উপজেলায় পাশের হার দাঁড়িয়েছে ৬৩.৪২ শতাংশ, যা নারায়ণগঞ্জ জেলার সামগ্রিক গড় পাশের হারের প্রায় কাছাকাছি।
তবে, এবারের ফলাফলের সবচেয়ে উজ্জ্বল দিকটি হলো জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় নারায়ণগঞ্জ সদরের ঈর্ষণীয় সাফল্য। জেলায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের একটি বিশাল অংশই সদর উপজেলার। এ বছর সদর উপজেলা থেকে ৩,২১৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। এই সংখ্যা জেলার মোট জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং সদর উপজেলাকে এই ক্যাটাগরিতে শীর্ষে তুলে এনেছে।