রবিবার, জানুয়ারি ১২, ২০২৫
ধর্ম

জালকুড়িতে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে ওয়াজ ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে ২য় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সাদেক আলী ফকির জামে মসজিদ সংলগ্ন ঝুটপট্টি এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জালকুড়ি গার্মেন্টস ওয়েস্টেজ ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বানিয়া পাড়া দরবার শরিফের পীর সাহেব মুহাঃ আবু বকর সিদ্দিক আল-কাশেমী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ মারুফ বিল্লাহ আশেকী, হযরত মাওলানা মুফতি জাকির হোসেন মুজাহিদী, হযরত মাওলানা মুফতি সোলাইমান বিন কাশেম, হযরত মাওলানা মুফতি মাছুম বিল্লাহ আনসারী, হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চাঁদপুরী, হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সালেহী, হযরত মাওলানা মুফতি মোফাজ্জল হোসেন সোবহানী, হযরত মাওলানা আহমাদুল্লাহ আলক্বাদরী ও হযরত মাওলানা মুহাঃ ওয়ালী উল্লাহ সাইফি।

মাহফিল পরিচালনা করেন সাদেক আলী ফকির জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন চাঁদপুরী।

RSS
Follow by Email