জালকুড়িতে যাত্রীবেশে সিএনজিতে আগুন
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্বৃত্তরা এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। তবে দ্রুত পদক্ষেপের কারণে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা যায়, দুজন যুবক চাষাঢ়া থেকে ১২০ টাকার বিনিময়ে সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে সিএনজিটি ভাড়া করেন।
সিএনজিটি যখন জালকুড়ি এলাকায় পৌঁছায়, তখন যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে থামাতে বলে। তারা জানায়, তাদের আরও একজন লোক সিএনজিতে উঠবে। চালক সিএনজিটি থামালে তারা দ্রুত সিএনজিটিতে আগুন ধরিয়ে দিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক তাৎক্ষণিকভাবে সিএনজি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তিনি দগ্ধ হওয়া থেকে রক্ষা পান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুজন যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, অপরাধীদের আটক করার জন্য পুলিশ কাজ করছে। সিএনজির আগুন তাৎক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
