রবিবার, নভেম্বর ৯, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

জালকুড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর পা বিচ্ছিন্ন

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৯ নভেম্বর) সকালে সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়ার দিকে যাওয়া একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ: ১১-১৭৬৯) একই পথে চলমান একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে অজ্ঞাতপরিচয় এক তরুণী (২৪) সড়কে ছিটকে পড়েন। এসময় কাভার্ডভ্যানের চাকা তার ডান পায়ের ওপর দিয়ে চলে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে একটি দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের নারী আরোহী গুরুতর আহত হন এবং তার পা বিচ্ছিন্ন হয়। তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

RSS
Follow by Email