জালকুড়িতে এক ব্যাক্তি আটক, ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জে মোসলেম উদ্দিন (৫৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে, গত ২২ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জালকুড়ি উত্তরপাড়া খোলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মোসলেম উদ্দিন জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, এএসআই জহিরুল ইসলাম গোপন সূত্রে খবর পান যে জালকুড়ি উত্তরপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে অবহিত করে এসআই মাহবুব হাসান ও অন্যান্য ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোসলেম উদ্দিন পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির ভেতর থেকে চারটি সাদা জিপার প্যাকেটে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহীনুর আলম জানান, আটক মোসলেম উদ্দিন দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।