শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
Led05রাজনীতি

জামিনে পেয়েছেন বন্দরের সাবেক চেয়ারম্যান মাকসুদ

লাইভ নারায়ণগঞ্জ: হাইকোর্ট থেকে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় থেকে এক বছরের জামিন পেয়েছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। শুক্রবার (১৮ এপ্রিল) জেলা কারাগারের জেলার মোঃ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান মাকসুদ হোসেন।

এদিকে মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ৫ মার্চ ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

RSS
Follow by Email