সোমবার, মার্চ ৩১, ২০২৫
Led02রাজনীতি

জামায়াত-বিএনপি আছে, কিন্তু গডফাদার শামীম ওসমান নাই : মশিউর রনি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে রেজিস্ট্রারের কার্যালয় সংলগ্ন এলাকায়, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সৌজন্যে ওই উপহার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী তাঁতীদলের সদস্য সচিব মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ।

প্রধান বক্তা জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, নারায়ণগঞ্জে একটা বড় সমস্যা হচ্ছে মাদক ব্যবসা। আমাদের নারায়ণগঞ্জ একজন গডফাদার ছিলেন, তার মাধ্যমে নারায়ণগঞ্জ পরিচালিত হতো। তিনি হুংকার দিয়ে বলতো জামাত আয় বিএনপি আয়। কিন্তু আজকে সেই জামাত-বিএনপি আছে কিন্তু গডফাদার শামীম ওসমান নাই। তাকে দুর্বিন দিয়ে খুজেঁ পাওয়া যায় না। তার সন্তান যাকে তিনি সন্ত্রাস হিসেবে তৈরী করেছেন। কোন বাবা কি পারে তার সন্তানকে সন্ত্রাস বানাতে? একটা বাবা চায় তার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজের সবচেয়ে ভালো মানুষ হবে ও সমাজের ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। শামীম ওসমান আগের ছিচকে চোর ছিলো, এলাকায় ছিনতাই করতো। স্কুলের ছেলেদের মানিব্যাগ থেকে টাকা নিয়ে নিতো, মেয়েদের গলা থেকে চেন ছিনিয়ে নিতো, গাঁজা সেবন করতো। দীর্ঘ ১৭ বছর তার সেই অভ্যাস হয়ে গেছিলো।

তিনি বলেন, এভাবেই শামীম ওসমান তার ছেলেকে সন্ত্রাস বানিয়ে মাদকের অভয় অরণ্য তৈরী করেছিলো। বাবা রাইফেল ক্লাবে বসে থাকতো আর সন্তান চানমারি বসে ইয়াবা ফেন্সিডিল সেবন করতো আর নারীদের উত্যক্ত করতো। ৫ আগস্টে স্বৈরাচার পতনের জন্য আপনারা যখন রাজপথে নেমেছিলেন, আমরা তখন আপনাদের পাশে ছিলাম। আমরা দীর্ঘ ১৭ বছর আপনাদের জন্য জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি। আমরা বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষকে ছেড়ে যাইনি। আমরা ১৭ বছর যেমন আপনাদের পাশে ছিলাম, তেমনি আমাদের নেতা তারেক রহমান তার চেয়ে আরও ভালোভাবে আপনাদের পাশে থাকার নির্দেশ দিয়েছে। ১৭ বছর অয়ন ওসমান শামীম ওসমানের যে ক্যাডার বাহিনী ছিলো, মীর সোহেল, শাহ নিজাম, আজমেরী ওসমান। তাদের সাথে যারা এতো বছর চলাফেরা করছে আজকে তারাই আবার আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমরা সবাই সতর্ক থাকবো। তারা আমাদের সাথে মিশে মানুষের উপর যে নির্যাতন চালিয়েছিলো সেটা আবার চেষ্টা করবে। আমরা আপনাদের সাথে নিয়ে তারেক রহমানের যে ৩১ দফা আছে, সেটা বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা আগে যেভাবে যুদ্ধ করেছি। সেভাবে সামনেও যুদ্ধ করে যাবো। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবো।

রনি বলেন, এই এলাকায় অনেকেই আছে সমস্যায় ভুগছেন, চিকিৎসা করাতে পারছেন না, মেয়ের বিয়ে দিতে পারছেন না, পড়াশোনা করাতে পারছেন না, দাফন কাফনের যদি দরকার হয়। তারা সবাই উজ্জ্বল ভাই আর সম্রাটের সাথে যোগাযোগ করবেন, পাশাপাশি আমাদের সাথেও দেখা করবেন। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগীতা করবো।

ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রায় ৩০০ অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়।

RSS
Follow by Email