জামায়াত চায় সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষের বিচরণ হোক: মাও. মঈন উদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ১৮ নং ওয়ার্ড কর্তৃক ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নিতাইগঞ্জ বাপ্পি চত্তর এলাকায় থানা জামায়াতের উদ্যোগে ওই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ।
তিনি বলেন, জামায়াত চায় সমাজের প্রতিটি ক্ষেত্রে ভালো মানুষের বিচরণ হোক। আর তাতেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তাই আসুন যারা ভালো মানুষ সৃষ্টির জন্য কাজ করে তাদেরকে নির্বাচিত করে আমরাও ভালো কাজের সহায়ক হই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মাও সাইফুদ্দীন মনির, সভাপতিত্ব করেন থানা আমির খলিলুর রহমান টিটু সঞ্চালনায় ছিলেন মনির হোসাইন মোল্লা। উক্ত প্রোগামে থানা, ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন