বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫
রাজনীতি

জামায়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে: মাও. আবদুল জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের জন্য কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে। তারা কোন লোক দেখানো কাজ করে না। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সাথে কল্যানের পথে সুন্দরের পথে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।’

বাধবার (১৬ জুলাই) সকাল ১১টায় জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের জীবন ধারনের জন্য অক্সিজেন হলো অপরিহার্য উপাদান। যা শুধুমাত্র গাছ থেকেই পাওয়া যায়। কিন্তু বর্তমানে দিন দিন গাছের পরিমান কমে যাচ্ছে। যেখানে আগে খালি জায়গায় গাছ ছিলো সেখানে এখন গাছ কেটে বিল্ডিং তৈরি হচ্ছে। কিন্তু যেই পরিমান গাছ কাটা হচ্ছে সেই পরিমান গাছ লাগানো হচ্ছে না। এতে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। ভারসাম্য ফিরিয়ে আনতে হলে, অক্সিজেনের ঘাটতি পূরন করার জন্য সবুজ নির্মল করার জন্য নির্মল বাতাসের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তা নাহলে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে আমরাও বাঁচতে পারবোনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মও বাঁচতে পারবেনা। শুধু গাছ লাগালেই হবে না এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে প্রত্যেক ভাই এবং বোন অন্তত্য দুইটি করে গাছ লাগানো। আল্লাহর কাছে শুকরিয়া যে এই জুলাই মাসে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি। কিন্তু গত জুলাই মাসে কিন্তু আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। তখন সারা দেশে গণহত্যা চলিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। বিশেষ করে চিটাগাং রোড এলাকাতে ব্যাপক গুলি বর্ষণ হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। কিন্তু মানুষকে দমাতে পরেনি। শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা আর এই পরিস্থিতি হোক তা আর চাই না। তাই আগামীতে যাতে দেশ শান্তিতে চলে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ হয় সে জন্য যোগ্য লোক ও যোগ্য দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

সভায় থানা কমিটির আমীর আলী আক্কাস রুমনের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুল্লাহ, থানা সেক্রেটারি শহিদুল ইসলাম, সিদ্ধিগঞ্জ উত্তর থানা সেক্রেটারী কামরুল ইসলাম রিপন প্রমুখ।

RSS
Follow by Email