বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Led04রাজনীতি

জামায়াতে ইসলামী আড়াইহাজার দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা জামায়াত কার্যালয়ে কর্মপরিষদের সভায় ওই ঘোষণা দেওয়া হয়।

২০২৫-২৬ সেশনের কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মদ হাদিউল ইসলাম ও সেক্রেটারী মনোনীত হয়েছেন মুহাম্মদ তৈাফিকুল ইসলাম।

অন্যান্য সদস্যরা হলেন, বাইতুলমাল শিক্ষা বিভাগে প্রফেসর আজিজুল হক, তারবিয়াত, পেশাজীবি, মানব সম্পদ উন্নয়ন ও আইটি বিভাগে ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মনসুর, সমাজকল্যাণ বিভাগে মুহাম্মদ রফিকুল ইসলাম, ওলামা, মসজিদ মিশন বিভাগে মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিভাগে মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, যুব ও ক্রীড়া, মিডিয়া বিভাগে মাওলানা মুহাম্মদ নুরুল আমীন ও তালীমুল কুরআন, সাহিত্য ও সংস্কৃতি বিভাগে মাওলানা মুহাম্মদ রাসেল মাহমুদ।

এই সময় জেলা জামায়াতের আমীর মাওলানা মুমিনুল হক, জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা ও দক্ষিনের সাবেক আমীর মোতাহার হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email