আ.লীগ ১৬ বছর জুলুম-নিপীড়নের স্টিমরোলার চালিয়েছিল: মাও. জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দিয়ে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য সমাজের সচেতন বিশিষ্ট নাগরিকদেরকে আহ্বান জানাই।
শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিঃশেষ করার জন্য জুলুম-নিপীড়নের স্টিমরোলার চালিয়েছিল, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী তখনও ছিল এখনো আছে। এই সমাজকে কোরআনের আদলে রাসূলের দেখানো পথে পরিবর্তনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে।
সিদ্ধিরগঞ্জ উত্তর থানার সম্মানিত আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী প্রমুখ।
বিশেষ অতিথিদের আলোচনায় মহানগরী সহকারি সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে এবং আগামীতেও করবে ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার আব্দুল বাকী তার বক্তব্যে আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, মানব রচিত মতবাদ কখনো শান্তি আনতে পারবে না, এদেশে শান্তির জন্য রাসুলের দেখানো পথেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, আর এজন্য তিনি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রিন্সিপাল ড. ইকবাল হেসাইন তার আলোচনায সমাজের বিশিষ্টজনদেরকে তাকওয়ার সমাজ গড়ার জন্য নিজেদের সংশোধন, সমাজ ও রাষ্ট্রের সংস্কারে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, শুরা ও কর্ম পরিষদ সদস্য ইব্রাহিম খলিল, সাইদুল হক, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রিংকু, শহিদুল ইসলাম, মাওলানা আরিফ বিল্লাহ, জিল্লুর রহমান, নাছি উল্লাহ, মাওলানা আব্দুল মজিদ, নাসির উল্লাহ প্রধান এবং ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীসহ জামায়াত নেতৃবৃন্দ।