শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led03রাজনীতি

জামায়াতের নেতা এটিএম আজহারুল’র মুক্তির দাবিতে না.গঞ্জে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দীয় কর্মসুচির অংশ হিসাবে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় জামায়াত শিবির কর্মীরা তাদের নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মমিনুল হক সরকার, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, মহানগর জামায়াতের আমির হাফিজুল রহমানসহ অনেকে।

সভায়, দ্রুততম সময়ের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানিয়ে বলেন, বিনা দোষে আওয়ামীলীগ সরকার এটি এম আজরুল ইলামকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে।

RSS
Follow by Email