জামায়াত নেতার মেয়ের মৃত্যুতে জব্বারের শোক
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার দলের দক্ষিণ সাংগঠনিক থানার কর্মপরিষদ সদস্য মাওলানা আক্তারের মেয়ের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি সৈয়দপুরের (কাঠপট্টি) আক্তারের বাসায় ছুটে যান এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়ান।
মাওলানা আবদুল জব্বার মরহুমার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, মাওলানা আক্তারের দুই বছর বয়সী মেয়ে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিল এবং গত ৩০ আগস্ট ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দোয়া ও মোনাজাতে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির খলিলুর রহমান টিটু, মনির হোসাইন মোল্লাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।