শুক্রবার, মে ৩০, ২০২৫
Led05রাজনীতি

জামায়াত নেতার মুক্তিতে না.গঞ্জে এতিমদের মাঝে খাবার বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তি উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে শতাধিক এতিম শিশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এই আয়োজনটি বুধবার (২৮ মে) অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন এবং এটিএম আজাহারুল ইসলামের মুক্তিকে স্বাগত জানান।

খাবার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমীর কফিল আহমেদ, উত্তর থানা সাংগঠনিক আমীর মোস্তফা কামাল, পশ্চিম সাংগঠনিক থানা আমীর মাহাবুব আলম, এবং ইঞ্জিনিয়ার আব্দুল বাকিসহ জামায়াতের স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

জামায়াত নেতারা জানান, এটিএম আজাহারুল ইসলামকে তারা ‘কারা নির্যাতিত’ হিসেবে অভিহিত করছেন এবং তার মুক্তিকে তারা ন্যায়বিচারের একটি ধাপ হিসেবে দেখছেন। এই আনন্দ উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত অংশের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

উল্লেখ্য, এটিএম আজাহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কেন্দ্রীয় নেতা। তার মুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত এই বিশেষ কর্মসূচি পালন করল। এই ধরনের কর্মসূচির মাধ্যমে তারা সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততা তুলে ধরতে সচেষ্ট বলে মনে করা হচ্ছে।

RSS
Follow by Email