রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫
রাজনীতি

জামায়াত নির্বাচিত হলে জনগণের অধিকার নিশ্চিত হবে: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: “শ্রমিক ও মেহনতি মানুষের পাশে থেকে কল্যাণকর কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।”— এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার চর সৈয়দপুর এলাকায় গণসংযোগ করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর তিনি এই গণসংযোগকালে জনসাধারণের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

গণসংযোগে মাওলানা আবদুল জব্বার বলেন, “বিগত স্বৈরাচারী সরকার উন্নয়নের নামে জনগণের টাকা লুটপাট করেছে এবং মানুষের অধিকার হরণ করেছে। বর্তমানে সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো ব্যাধি ছড়িয়ে পড়েছে।”

তিনি বলেন, “মানুষ আল্লাহর পথে চললে এবং পরকালের কথা স্মরণ রাখলে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে না। রাষ্ট্রেরও এই বিষয়ে দায়িত্ব রয়েছে, কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করায় আজ সমাজের এই অবক্ষয়।”

মাওলানা আবদুল জব্বার বলেন, “আগামী প্রজন্মকে রক্ষা করতে আল্লাহর দেওয়া বিধান আল কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তাই আসুন, আগামী সংসদ নির্বাচনে সৎ ও আল্লাহওয়ালা লোকদের ভোট দিয়ে নির্বাচিত করি।”

গণসংযোগ চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চর সৈয়দপুর, বর্ণালী গার্মেন্টস এবং কবরস্থান রোড।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানা আমির খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয়ন দক্ষিণ সভাপতি মাওলানা আক্তার হোসাইন, গোগনগর মধ্য ইউনিট সভাপতি মো. শিপলু হাসান এবং উত্তর ইউনিট সভাপতি গোলাম মোস্তফা রবিন সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

RSS
Follow by Email