জামায়াত-চরমোনাই-মজলিসের এমপি প্রার্থীদের ইসলামী ঐক্যের ডাক
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সমমনা ইসলামী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রক্রিয়া শুরু হয়েছে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই), খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ একাধিক দলের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতা তৈরি এবং ইসলামী ভোটকে সুসংগঠিত করার ব্যাপারে একমত হয়েছেন।
সোমবার রাত আটটায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দলগুলোর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ ঐক্যকে সুদৃঢ় করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছান:
সমালোচনাহীন প্রচারণা: কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হওয়া পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ দলের কার্যক্রম চালাবেন, তবে কোনো প্রার্থীর পক্ষ থেকে অন্য প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে।
ভোটের ঐক্য: ইসলামী দলসমূহের ভোট একবাক্সে আনা এবং শক্তিশালী ঐক্যের ব্যাপারে নিজ নিজ দলের কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে।
বিজয় নিশ্চিত করা: কেন্দ্র থেকে সমঝোতার ভিত্তিতে যাকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়ভাবে এই ঐক্যকে আরও জোরদার করতে আগামীতে বড় পরিসরে সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা মুঈনুদ্দিন আহমদ, ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, খেলাফত মজলিসের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।
এছাড়াও নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মহানগর সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নূরে আলম, আবু সাঈদ, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জামায়াতে ইসলামীর মহানগর সহকারী সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন।
