জামায়াত ক্ষমতায় এলে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত হবে: মাওলানা মঈনুদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখা আগামী নির্বাচনে জয়ী হলে দেশ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে নারায়ণগঞ্জে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী, বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে বন্দরের এনায়েতনগর খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “১৬ বছর ধরে এদেশে লুটপাট চালিয়ে পালিয়ে গেছে। আপনারা অনেক কিছু জানেন, মদনগঞ্জ-মদনপুরের রাস্তা করতে ৫৪ কোটি টাকা খরচ দেখিয়ে পকেট ভর্তি করেছে। নারায়ণগঞ্জে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট হয়েছে।”
তিনি আরও বলেন, “আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া এদেশে আর ঠিক হবে না। দাড়ি পাল্লা জয়ী হলে এদেশের সকল মানুষ জয়ী হবে, ইনশাআল্লাহ।”
উঠান বৈঠকের পূর্বে বন্দরের রূপালী নতুন মসজিদে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, গত ১৫ বছর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে চায়, ইসলামী সমাজ গঠন করতে চায়, যা কোরআনভিত্তিক এবং নামাজভিত্তিক হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটা করার জন্য চেষ্টা করে যাবে।
তিনি বলেন, “২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন এসেছে। আমরা আগামী বছরে ফেব্রুয়ারির মাঝামাঝি যে ভোট হবে, তাকে স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, এদেশের মানুষ সুন্দর এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোটের মাধ্যমে মনোনীত করবে, দেশের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে শুরা সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির, বন্দর দক্ষিণ থানা আমীর এবং মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল হাই জাফরী, দক্ষিণ থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন, মোসলেহ উদ্দিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মীবৃন্দ এবং এনায়েতনগরের বিপুল সংখ্যক সাধারণ ভোটার।