শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
রাজনীতিসোনারগাঁ

জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, বিএনপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ বিজ্ঞপ্তি: সোনারগাঁও উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। জামায়াত কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ অক্টোবর) এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

জামায়াতের বিবৃতিতে বলা হয়, সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের কর্মী মোঃ কামাল হোসেন-এর ওপর উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী মুশফিকুর রহমান, জহিরুল ইসলাম এবং রূপচান কর্তৃক হামলার শিকার হন।

প্রথম ঘটনা (২২ অক্টোবর, বুধবার): বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী দড়িকান্দি বাস স্ট্যান্ডে কামাল হোসেনের দোকানে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে এবং চেয়ার টেবিল বাইরে ফেলে দেয়। এ সময় কামাল হোসেনকে হুমকি দেওয়া হয় যেন তিনি আর জামায়াতে ইসলামী না করেন।

দ্বিতীয় ঘটনা (২৪ অক্টোবর, শুক্রবার): জামায়াতের অভিযোগ, তাদের নেতৃবৃন্দকে জানানোর পরও হামলাকারীরা থামেনি। বরং শুক্রবার রাতে সনমান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি মজনু মিয়া, তার ছোট ভাই মোহন মিয়া, বিএনপি কর্মী রূপচান মিয়া, রুবেল মিয়া সহ অজ্ঞাত ১৫/২০ জন লোক চার-পাঁচটি মোটর সাইকেল যোগে এসে কামাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে দোকানে হামলা করে এবং তাকে টেনে-হিঁচড়ে নামিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করেন। এ সময় তারা অপর এক জামায়াত কর্মী জুম্মন মিয়ার ওপরও আক্রমণ করে।

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বিএনপি কর্মীদের এই ‘উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেলা আমীর ও সেক্রেটারি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্মে সাহস না পায়।” তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় আনয়ন করার আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বিএনপি নেতাদের প্রতি তাদের কর্মীদের এই ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

RSS
Follow by Email