বুধবার, নভেম্বর ৫, ২০২৫
রাজনীতি

জামায়াতে যারা এমপি হবে তারা কাউকে দুর্নীতি করতে দিবেনা: জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার নির্বাচনী গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ আসর ফতুল্লার বিভিন্ন এলাকায় ওই প্রচারণ চালায়। এসময় তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি উপকৃত হবে।

ফতুল্লা তুফানী প্রধান জামে মসজিদ থেকে গণসংযোগ শুরু করেন মাওলানা আবদুল জব্বার। তিনি ফতুল্লা বাজার, দাপা, ইদ্রাকপুর, সরদার বাড়ি এবং ঋষি পড়ার প্রতিটি অলি-গলি ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে সালাম বিনিময় করেন। এসময় তিনি তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন।

হাটবার হওয়ায় ফতুল্লা বাজারে এসময় ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার। তিনি দলের পক্ষ থেকে সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “জামায়াত আপনাদের সমর্থন পেলে যারা এমপি হবে তারা রাষ্ট্রের কোনো সুবিধা গ্রহণ করবেনা, এক টাকা দুর্নীতি করবেনা এবং কাউকে দুর্নীতি করতেও দিবেনা।”

সুবিধাবঞ্চিতদের প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের মা-বোনেরা নিরাপদ কর্মস্থলসহ শ্রমজীবী মানুষ এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশী সুবিধা পাবে।”

গণসংযোগে মাওলানা আবদুল জব্বারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আঃ মজিদ, জেলা কর্ম পরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, ফতুল্লা থানা দক্ষিণ আমির মাওলানা নাসির উদ্দীন এবং আঃ বাতেন মেম্বার প্রমুখ।

RSS
Follow by Email