শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led02Led03রাজনীতি

জামায়াতকে আক্রমণ করে কাসেমী ‘নির্বাচনকে সামনে রেখে অনেকে জান্নাতের টিকিট দেয়’

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠের রাজনীতিতে আক্রমণাত্মক বক্তব্য রাখলেন জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কাসেমী পরিষদের উদ্যোগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় তিনি জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেন এবং আওয়ামী লীগের ‘গডফাদার’ বলে পরিচিত স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

ইসলামী দলগুলোর নির্বাচনী আচরণ নিয়ে মন্তব্য করতে গিয়ে মুফতি মনির কাসেমী বলেন, “নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়, কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে। কেউ কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে।”

তিনি জামায়াতে ইসলামীকে সরাসরি আক্রমণ করে বলেন, “আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম — জামায়াতের নয়। আমরা ৮০০ গ্রামের জামায়াতে ইসলামকে পছন্দ করি না, তাদের ভোট দেয়া জায়েজ নয়। পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক, কিন্তু সেই পাল্লাতেই অসাধু ব্যবসায়ীরা বাটখারা দিয়ে ১ কেজির স্থলে ৮০০ গ্রাম দেয়।”

জলাবদ্ধতা ও নাগরিক সমস্যার জন্য আগের সংসদ সদস্য শামীম ওসমানের ব্যর্থতাকে দায়ী করে মুফতি কাসেমী বলেন, “আগের এমপি আমাদের ফতুল্লায় থাকতেন না, তাই সমস্যা সমাধানও করেননি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। অল্প বৃষ্টিতেই ফতুল্লা ডুবে যায়।”

চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, “আমি যদি জিততে পারি, তাহলে আগামী ৫ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করবো, না পারলে এখানেই থাকবো।”

মুফতি কাসেমী আরও হুঁশিয়ারি দেন যে, চাঁদাবাজি বা সন্ত্রাসী কাজে লিপ্ত আওয়ামী লীগ কর্মীকেও ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ মানুষকে শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে হয়রানি করা চলবে না।

সভায় উপস্থিত জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দও প্রতিপক্ষের ওপর চড়াও হন।

জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ বলেন, “নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিলেন, যিনি পালিয়েছেন। আমরা যে প্রার্থী দিয়েছি, তিনি পালাবেন না, তিনি উন্নয়ন করবেন।”

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী বলেন, “আগের যারা ‘খেলা হবে’ বলেছিল, তারা পালিয়েছে। এখন আসল খেলা হবে মনির কাসেমীকে নিয়ে।”

মুফতি হারুন বলেন, “আমরা এমন প্রার্থী চাই না যারা রোজা ও পূজাকে এক পাল্লায় মাপে। আমরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে চাই।”

সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।

RSS
Follow by Email