বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03রাজনীতি

জামাত যুদ্ধাপরাধী আর বিএনপি একটি সন্ত্রাসী দল: শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার কাছে ১৯৭০ সালের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কম গুরুত্বপূর্ণ মনে হয় না। ৭০ এর নির্বাচন আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিলো। আর এই নির্বাচনটা আমরা সিরিয়াস ভাবে না নিলে, আমার মনে হয় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করা হবে। ঠিক ১৯৭১ সালে জামাত এজেন্ডা নিয়েছিলো পাকিস্তানিদের পক্ষে কাজ করার জন্য, ঠিক একই ভাবে কারো না কারো এজেন্ডা নিয়েছে বিএনপি ও জামাত; দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, আমাদের সবার এই বিষয়ে সোচ্চার থাকা উচিত। কারণ এই দেশটা যতটুকু আমার ততটুকুই সবার। জামাত একটা যুদ্ধাপরাধী দল, আর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে ইতিমধ্যেই নিজের পরিচয় দিয়েছে।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

RSS
Follow by Email