বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

জামপুরে মাদরাসার ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: জামপুর ইউনিয়নের ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (৭ জানুয়ারি) দুপুরে ‘জামপুরে কলতাপাড়া ফযিল মাদরাসা’ ভোটকেন্দ্রে ওই অভিযোগ উঠে।

এছাড়াও সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প বয়স্ক কিশোরী-কিশোরীরা ভোট কক্ষে গিয়ে ভোট প্রদান করছে। এসময় গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই তাদের ভোট কক্ষ থেকে সরিয়ে দেয় নৌকা প্রতীকের সমর্থকরা। কিশোরদের প্রশ্ন করার চেষ্টায় গণমাধ্যম কর্মীরা এগিয়ে গেলে তারা বাধা দেয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কেন্দ্রে কলতাপাড়া, মরিচটেক, আলমপুরা, হাতুরাপাড়া এলাকার ভোটার রয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ২৪৭ জন। পুরুষ ভোটার ২ হাজার ২০৩ জন, মহিল ভোটার ২ হাজার ৪৪ জন।

RSS
Follow by Email